মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

শিরোনাম

অভিবাসী বিতাড়ন ঠেকালে মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের

বুধবার, জুলাই ২, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় নিশ্চিত করা মামদানিকে ‘কমিউনিস্ট’ অ্যাখা দিয়ে তার প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ট্রাম্প।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিবাসী বিতাড়নচেষ্টা ঠেকালে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানিকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় নিশ্চিত করা মামদানিকে ‘কমিউনিস্ট’ অ্যাখা দিয়ে তার প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রাইমারি নির্বাচনের রাতেই বিজয়ী বক্তৃতায় জোরান মামদানি ট্রাম্পের ফ্যাসিবাদী কোনো আচরণের ঠাঁই নিউ ইয়র্ক সিটিতে হবে না বলে ঘোষণা দেন।

ডেমোক্র্যাটিক প্রাইমারির প্রচারজুড়েই অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সমাজতন্ত্রী এ প্রার্থী।
প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর পরাজয় নিশ্চিত করে দেশ ও বহির্বিশ্বের রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলেন মামদানি। ৩৩ বছর বয়সী এ তরুণ তুর্কির সাড়া জাগানো পারফরম্যান্সের প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে ‘উন্মাদ, কমিউনিস্ট’ আখ্যা দেন।

ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসন ও বিরোধীদের মধ্যে মামদানিকে একহাত নেওয়ার আরও নজির রয়েছে। টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠানো চিঠিতে মামদানির নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে বিতাড়নের দাবি তোলেন। এর বাইরে কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও মামদানির নাগরিকত্ব কেড়ে নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

এমন বাস্তবতায় মঙ্গলবার নিউ ইয়র্কের বোর্ড অব ইলেকশনস ডেমোক্র্যাটিক প্রাইমারির র‌্যাঙ্কড চয়েস ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করে। সেখানে ৫৬-৪৪ ব্যবধানে কুওমোকে হারিয়ে জয় নিশ্চিত করেন মামদানি। এ জয়ের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই মামদানিকে ফের আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আইসের কাজে বাধা দিলে মামদানিতে করা হবে গ্রেপ্তার।

ফেডারেল সরকার থেকে পাঠানো অর্থে নিউ ইয়র্ক সিটি চলে জানিয়ে ট্রাম্প বলেন, মেয়র নির্বাচিত হলে মামদানির প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। সাত বছর বয়সে উগান্ডা থেকে পরিবারের সঙ্গে অ্যামেরিকায় আসেন জোরান মামদানি। ২০১৮ সালে অ্যামেরিকার নাগরিকত্ব পান তিনি।