শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

আশুরার দিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি

রবিবার, জুলাই ৬, ২০২৫

প্রিন্ট করুন

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে রোববার (৬ জুলাই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আশুরা উপলক্ষে এক আয়োজনে উপস্থিত হয়েছেন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা। আশুরা উপলক্ষে এ শোক পালন শিয়া মুসলিমদের কাছে গভীর তাৎপর্যপূর্ণ।

আশুরার আয়োজনে খামেনির পাশে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাঘ, প্রধান বিচারক গোলাম হোসেইন মোহসেনি-এজেই এবং ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

ফুটেজে দেখা যায়, খামেনিকে কক্ষে দেখামাত্র দাঁড়িয়ে যান তার অনুসারীরা। ওই সময় তাদের ‘দীর্ঘজীবী হোন’ ‘আমাদের ধমনির রক্ত আমাদের জন্য উপহার’ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ১৩ জুন ইসরায়েলের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে খামেনি ভূগর্ভস্থ কমপ্লেক্সে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আলি খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই ফুটেজে দেখা যায়, তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ‘ও ইরান’ পরিবেশন করতে, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

খামেনির এই উপস্থিতি এমন এক সময়ে হলো, যখন ইরানসহ গোটা শিয়া বিশ্ব মহররম মাসে শোক পালন করছে। মহররমের দশম দিন (এই বছর ৬ জুলাই) পবিত্র আশুরা, যেদিন মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেইনের শাহাদত স্মরণ করেন।