নিউজ ডেস্ক: ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে গাজায় দুর্ভিক্ষ ঠেকানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বুধবার (০২ জুলাই) সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক সামের আব্দেল জাবের বলেন, গাজার খাদ্য সংকট মোকাবিলায় ডব্লিউএফপির জন্য তিনটি বিষয় এখন জরুরি হয়ে উঠেছে।
‘প্রথমত, আমাদের প্রয়োজন একাধিক প্রবেশপথ ও নিরাপদ রুট, যাতে যুদ্ধ ও সহিংসতায় বারবার স্থানচ্যুত হওয়া পরিবারগুলোর কাছে পৌঁছানো যায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন প্রয়োজন, যাতে মানবিক সহায়তা সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করতে পারে। আর সবচেয়ে বেশি প্রয়োজন একটি টেকসই যুদ্ধবিরতি,’ বলেন সামের জাবের।
ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশ সীমিত হয়ে পড়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে দ্রুতই মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।

