বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শিরোনাম

গাজা প্রশ্নে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ইইউ

মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

প্রিন্ট করুন

গাজাবাসীর জন্য ‘কংক্রিট’ বা দৃশ্যমান উন্নতি না হলে ইসরাইলের ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কায়া কাল্লাস এমন হুঁশিয়ারি দিয়েছেন।

গতকাল সোমবার দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কাল্লাস এমন হুঁশিয়ারি দেন। বলেন, ‘গাজা ও পশ্চিম তীরে ইসরাইল মানবাধিকার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, এটা খুবই স্পষ্ট।


কাল্লাস জানান, যদি ফিলিস্তিনিদের অবস্থা উন্নত না হয়, তা হলে জুলাই মাসে ইইউ ‘আরও পদক্ষেপ’ নিয়ে আলোচনা করতে পারে। তবে কোনো পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি। ‘মূল প্রশ্ন হলো, তখন আমরা [ইইউ] কী বিষয়ে একমত হতে পারব? কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাস্তব পরিস্থিতির উন্নয়ন, ফিলিস্তিনিদের জীবনে পরিবর্তন আনা এবং প্রতিদিন যা ঘটছে, সেই মানবিক দুর্ভোগ বন্ধ করা,’ বলেন কাল্লাস।

ইসরাইলের সঙ্গে ইইউর সম্পর্ক পুনর্মূল্যায়নের আলোচনায় উঠে আসে কাল্লাসের নেতৃত্বাধীন দলের একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক বিপর্যয় এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করছে; এমন ‘ইঙ্গিত’ পাওয়া গেছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লিসা মুজিওল বলেন, ‘ইইউ গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের দীর্ঘদিনের নীতিকে একটি স্পষ্ট বার্তা দিতে ব্যর্থ হয়েছে। তা হলো, তাদের কাজের মূল্য দিতে হবে এবং সেটা ইইউ-ইসরাইল সম্পর্কেও প্রভাব ফেলবে।’

গত মাসে ১৭টি সদস্য রাষ্ট্র গাজায় মানবিক সহায়তার ওপর অবরোধের প্রতিবাদে ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট পর্যালোচনার দাবি তোলে। সোমবারের বৈঠকে কেবল স্পেন সরাসরি এই চুক্তি স্থগিতের আহ্বান জানায়, তবে বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনও দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য ইইউর উচিত ইসরাইলকে কঠোর ভাষায় বার্তা দেওয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা বিবেচনায় আনা। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, ইসরাইল স্পষ্টভাবে চুক্তির ২ নম্বর অনুচ্ছেদ (মানবাধিকার) লঙ্ঘন করেছে এবং মন্ত্রীরা জুলাইয়ে এ বিষয়ে ‘পরিণতি টানবেন’। তবে জার্মানি, গ্রিস ও ইতালি চুক্তি স্থগিতের বিরোধিতা করেছে।