বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

অক্টোবরে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ, তিন ভেন্যুতে ম্যাচ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

প্রিন্ট করুন
বাংলাদেশ

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।

বিসিবির সূত্রমতে, ওয়ানডে দিয়েই শুরু হবে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ওয়ানডে, আরেকটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে হবে একটি টি-টোয়েন্টি ম্যাচও। বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।