ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক সমস্যার সমাধানে আরও মনোযোগী হতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
রোববার প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও মন্ত্রিসভার সদস্যরা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘জনগণের জীবনযাত্রা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।’
তিনি অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীনভাবে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য যথাসময়ে ও যথাস্থানে সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘উচ্চ মনোবল, প্রেরণা ও জাতীয় ঐক্যই জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।’
তিনি আরও বলেন, জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধি করা সরকারের প্রধান দায়িত্ব।
গাজার প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, ‘অভিশপ্ত ও ঘৃণ্য জায়নিস্ট সত্তার ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন অন্য দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিতে।
এ ছাড়া ইসলামি রাষ্ট্রগুলোকে ইসরাইলি সত্তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।