বুধবার, ০১ অক্টোবর ২০২৫

শিরোনাম

আফগানিস্তানে হঠাৎ ব্ল্যাকআউট

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

প্রিন্ট করুন

আফগানিস্তানে সোমবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ করে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায়। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে, সম্ভবত দেশজুড়ে ফাইবার-অপটিক সংযোগ বন্ধ করার ফলে এ ব্ল্যাকআউট ঘটে। ঘটনাটিকে তালেবানের অনৈতিকতার বিরুদ্ধে অভিযান হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে তালেবান প্রশাসনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও লেখা আকারে ছড়ানো ‘অনৈতিক কনটেন্ট’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ সময় কয়েকটি প্রদেশে ফাইবার-অপটিক সংযোগও বন্ধ করা হয়।

ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ধাপে ধাপে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটি বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে, যা জনগণের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সক্ষমতাকে কঠোরভাবে সীমিত করছে।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর এটাই তালেবানের শাসনামলে প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউন।

এর আগে চলতি মাসের শুরুতে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা একটি ফরমান জারি করে কিছু প্রদেশে ‘অনৈতিকতা প্রতিরোধের’ অংশ হিসেবে ফাইবার-অপটিক সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

যদিও তালেবান সরকার নিজস্ব যোগাযোগ ও কার্যক্রম পরিচালনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, ইন্টারনেট না থাকায় আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কাবুল এবং নাঙ্গারহার ও হেলম্যান্ড প্রদেশে তাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।