একদল ফিলিস্তিনপন্থি হ্যাকার ইসরাইলি শাসনব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে।
এতে তেলআবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তারা।
শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক তাসনিম নিউজ।
‘আল-জভা আল-ইসনাদ আস-সাইবারানিয়া’ (সাইবার সাপোর্ট ফ্রন্ট) নামের ওই হ্যাকার গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা ‘মায়া’ নামের এক বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে—যা আসলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে।
অস্ত্র প্রকল্পের গোপন তথ্য ফাঁস
হ্যাকারদের দাবি অনুযায়ী, এই হ্যাকিংয়ের মাধ্যমে ‘আয়রন বিম’ লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ‘হারমেস ৯০০’ ড্রোন, ‘স্পাইক’ ক্ষেপণাস্ত্রসহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস হয়েছে।
‘মায়া’ কোম্পানিটি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েল-এর গবেষণা ও উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে বলে জানা গেছে। এই দুটি প্রতিষ্ঠানই ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও শিল্প খাতের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচিত।
ভেতরের দৃশ্যসহ ভিডিও প্রকাশ
হ্যাকার গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা দৃশ্য দেখা যায়, যেখানে অস্ত্র তৈরির বিভিন্ন ধাপ ও পরীক্ষার মুহূর্ত প্রদর্শিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও নথি প্রকাশের হুমকি
গ্রুপটি জানিয়েছে, তারা শিগগিরই কোম্পানিটির আরও নথি ও ছবি প্রকাশ করবে, যা ইসরাইলের সামরিক শিল্পের “গোপন কার্যক্রমের অন্তর্দৃষ্টি” উন্মোচন করবে।
এই ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরাইলের প্রতিরক্ষা খাতের জন্য এক বড় ধরনের তথ্য-ঝুঁকি তৈরি করতে পারে।

