ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের ৮০ তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে আওয়ামীলীগের লাঞ্চিতকরণ কর্মসূচি, বিএনপির অভ্যর্থনা ও প্রতিরোধ কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশী কমিউনিটিতে। প্রবাসের ছাত্র সংগঠন, সোস্যাল মিডিয়া ও কমিউনিটি এক্টিভিস্টদের সক্রিয় অবস্থান পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে।
এমন পরিস্থিতিতে নিউইয়র্কের সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট মাসুম রহমানের কাছে আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ তুলে তার ওপর হামলার চেষ্টা করেন যুবলীগ নেতা মাহমুদ। এছাড়াও মাসুমকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগাল করতে দেখা যায় মাহমুদকে। জবাবে মাসুম প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে ওঠে।
ঘটনার একপর্যায়ে মাহমুদ পুলিশে খবর দেন। পাল্টা হিসেবে মাসুমও পুলিশ ডাকেন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরে পুলিশের উপস্থিতিতে মাসুম রহমান নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।