রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শিরোনাম

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

প্রিন্ট করুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, ‘হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গাড়িটিতে ১১ জন ছিলেন, তাঁদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।’

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী বলেন, “আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা মাছবাহী গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।”

নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, ‘প্রবাসের মাটিতে ১০ জন ভাইয়ের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। তাঁদের মধ্যে ৭ জন আমাদের সন্দ্বীপের সন্তান। আল্লাহ তায়ালা তাঁদের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দিন।’