শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩

বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

প্রিন্ট করুন
কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।