রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এনসিপি এখন নিজেদের ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য “নাটক” সাজাচ্ছে। তিনি বলেন, “দলের ভেতরে এখন উপদেষ্টাদের নির্দেশে ‘সেইফ এক্সিট’ খোঁজার নামে নাটক চলছে। আসলে এটি নিজেদের ভাবমূর্তি রক্ষার কৌশল।”
মাসুদ কামাল আরও বলেন, “যখন সবাই এনসিপিকে ‘কিংস পার্টি’ বলে আখ্যা দিচ্ছিল, তখন নিজেদের গায়ে লাগা সেই অপবাদ মুছতে তারা এই নাটক শুরু করেছে।”
রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এনসিপি দলে এখন নাটক হচ্ছে। এরা উপদেষ্টাদের বলে সেইফ এক্সিট খুঁজতে। এটা নাটক। ওদের বলা হচ্ছিল এটা কিংস পার্টি।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে মাসুদ এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, পক্ষপাতদুষ্টের অভিযোগ তুললে প্রথমত এবং প্রধানত থাকবেন ড. ইউনূস নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কী? মূল কনসেপ্টটা হলো— নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে, যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না। তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না।
মাসুদ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে এখানে? ড. ইউনূস নিজে। এনসিপি দলটা ওনার দল। উনি নিজেই ফাইন্যান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন— আমি ওদের বললাম তোমরা দল গঠন করো।

