বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

শিরোনাম

খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক: রিজিয়ন কমান্ডার

বুধবার, অক্টোবর ১, ২০২৫

প্রিন্ট করুন

খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজা মণ্ডপ বুধবার সকালে পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

তিনি বলেন, ‍অবরোধ নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন। সময় মতো ১৪৪ ধারাও তুলে নেওয়ার কাজ করবে প্রশাসন। বুধবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ৮ দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেলায় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এদিকে, অবরোধ স্থগিত হলেও জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল আছে। জনমনে আতংক রয়েছে। খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবরোধ চলাকালে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। গুইমারায় রামসু বাজারসহ বহু দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়।