ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারা জানায়, ‘সরকারিভাবে গাজায় আর কোনো বন্দি জিম্মি অবস্থায় নেই।’
শেষ বন্দি রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের জন্য রোববার (২৫ জানুয়ারি) গাজা উপত্যকার একটি কবরস্থানে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট ২৫১ জনের সবাইকে (জীবিত বা মৃত অবস্থায়) ফিরিয়ে নিলো ইসরাইল।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা।
রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরাইলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়।’

