শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

শিরোনাম

গাজায় স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

প্রিন্ট করুন

ফিলিস্তিনের গাজা সিটিতে উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল বলছে, নিহত ওই সেনা হলেন- সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) মাইকেল মরদেখাই নাখমানি (২৬)। তিনি দিমোনার বাসিন্দা এবং টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পসের ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

স্নাইপার হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন ইসরাইল ও হামাসের প্রতিনিধিরা মিশরে আলোচনার মাধ্যমে গাজায় হামাসের হাতে আটক সব বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন।