ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার সরকারি বিমান ‘উইংস অব জিয়ন’ একটি অস্বাভাবিক রুটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্সসহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে। এভাবে অতিরিক্ত প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বর মাসে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই এড়াতে তিনি এই বিকল্প রুট বেছে নিয়েছেন। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে—যা ইসরাইল অস্বীকার করে আসছে।
আইসিসি সদস্য ইউরোপের দেশ আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা তাকে আটক করবে না। অন্যদিকে ইতালি প্রশ্ন তুলেছে এ ধরনের পদক্ষেপ বাস্তবে আদৌ সম্ভব কি না।
ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরাইল ফ্রান্সের আকাশপথ ব্যবহার করার অনুমতি চেয়েছিল এবং প্যারিস সে অনুমতিও দিয়েছিল। তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান ওই রুট ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। ফরাসি এক কর্মকর্তা বলেন, তারা অন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু কেন তা আমরা জানি না।
নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এরপর আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।