রুক্ষ, নিষ্প্রাণ বা পাতলা চুলে যতই স্টাইল করুন না কেন, কাঙ্ক্ষিত লুক পাওয়া কঠিন। ঝলমলে, ঘন ও সুস্থ চুল মানেই এক অন্যরকম সৌন্দর্য, যা সহজে নজর কাড়ে। তবে এর জন্য সময় দিতে হবে, যত্ন নিতে হবে। মাত্র সাত দিনের ঘরোয়া চর্চায় আপনি ফিরে পেতে পারেন প্রাণবন্ত, মসৃণ ও ঘন চুল।
প্রতিটি দিন আলাদা পদ্ধতি, আলাদা উপকারে ভরপুর। চলুন, জেনে নিই এই সাত দিনের কার্যকরী হেয়ার কেয়ার রুটিন, যা আপনার চুলে ফিরিয়ে দিতে পারে প্রাণ।
ঝলমল ও ঘন চুলের জন্য ঘরোয়া টিপস

প্রথম দিন: অ্যালো ভেরার মাস্ক
অ্যালো ভেরাতে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা খুশকি দূর করে ও স্ক্যাল্পকে করে সুস্থ। অ্যালো ভেরা জেল চুল ও মাথার ত্বকে ভালো করে মালিশ করে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দ্বিতীয় দিন: কাঁচা পেঁয়াজের রস

নতুন চুল গজানোর জন্য দারুন কার্যকর পেঁয়াজের রস। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ঘনত্ব বাড়ায়। আধা ঘণ্টা মাথায় রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
তৃতীয় দিন: নারিকেল তেলের হালকা গরম মালিশ
নারিকেল তেল হালকা গরম করে মাথায় ও চুলে ভালোভাবে মালিশ করুন। এরপরে ২ ঘণ্টা পরে শ্যাম্পু করুন।
চতুর্থ দিন: চালের পানি দিয়ে ধোয়া
চাল ধোয়া পানি মাথার ত্বকে পিএইচ ব্যালান্স ঠিক রাখে এবং চুলে প্রাকৃতিক জেল্লা আনে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর চুলে চালের পানি ঢেলে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
পঞ্চম দিন: আমলকি-কারিপাতা তেলের ব্যবহার
ভিটামিন সি সমৃদ্ধ এই তেল চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। এক কাপ আমলকি ও আধা কাপ কারিপাতা একসঙ্গে ফুটিয়ে তেল তৈরি করুন। মাথায় মালিশ করে রেখে ধুয়ে ফেলুন।
ষষ্ঠ দিন: গ্রিন-টির জাদু

গ্রিন-টি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল ঘন করতে সাহায্য করে। গ্রিন-টি ঠাণ্ডা করে তা মাথায় মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
সপ্তম দিন: জবাফুলের মাস্ক
চুল পড়া ও পাকা চুলের সমস্যায় কার্যকর। ২-৩টি জবা ফুল ফুটিয়ে তার রসে নারিকেলের দুধ মিশিয়ে মাথায় লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।