বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানাধীন ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’-এর জমকালো গ্র্যান্ড ওপেনিং

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’-এর জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের জন্য আস্থার জায়গা এবং ফ্যাশনের বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে আশা গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠানটি।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তারকাখচিত আয়োজন ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রখ্যাত বাংলাদেশি অভিনেতা মামনুন হাসান ইমন। এছাড়াও ফ্যাশন ও বিনোদন জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

অতিথিরা বলেন, আধুনিক ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নান্দনিক পোশাক ও অ্যাক্সেসরিজ সাজানো হয়েছে দোকানজুড়ে। যা শুধু প্রবাসী বাংলাদেশি নয়, বহুজাতিক কমিউনিটির কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’ এ কর্ণধার ও আশা গ্রুপের সিইও আকাশ রহমান বলেন, নিউইয়র্ক ফ্যাশন হাউস শুধু একটি দোকান নয়, এটি হবে স্টাইল, সৌন্দর্য এবং বিলাসবহুলতার নতুন গন্তব্যস্থল। আমরা কমিউনিটির পাশে থেকে ফ্যাশনের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা দিতে বদ্ধপরিকর।