শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শিরোনাম

টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬

প্রিন্ট করুন

মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তার প্রভাব এবার দেখা গেল মাঠের ২২ গজেও। সেই উত্তাপের মাঝেই শনিবার বুলাওয়েতে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ম্যাচ শুরুর আগেই সৌজন্যবোধের অভাব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় যুব বিশ্বকাপের ম্যাচটি শুরু হয়।

টসের সময় একে অপরের সঙ্গে করমর্দন করেননি দুই দলের ক্রিকেটাররা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে টস শেষে বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি। ঘটনাটি ম্যাচ শুরুর আগেই আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসের সময় মাঠে উপস্থিত না থাকায় তার পরিবর্তে টসে যান সহঅধিনায়ক জাওয়াদ আবরার।

ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে টসের কয়েন ছোড়েন ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে। আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টস জেতে। টস শেষে আয়ুশ করমর্দনের কোনো উদ্যোগ না নিয়ে আবরারকে এড়িয়ে সরে যান। বাংলাদেশ দলের সহঅধিনায়কও পাল্টা কোনো উদ্যোগ নেননি।

ভারত-পাকিস্তান ক্রিকেটে এমন দৃশ্য নতুন নয়। গত বছরের এশিয়া কাপ থেকেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যবোধ এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়। সে সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষে ভারতের অন্য ক্রিকেটারদের মধ্যেও একই আচরণ লক্ষ করা যায়। পরবর্তীতে বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও সেই ধারা বজায় থাকে।

এমনকি এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে ট্রফি গ্রহণও করেননি সূর্যকুমারেরা।

সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো শীতল হয়েছে। এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টির সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা চলছে।