প্রবাসী ভোটারদের ঠিকানা বিভ্রাটের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাত দেশে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ বিষয়টি নিশ্চিত করেন।
ইসি জানায়, ‘Postal Vote BD’ অ্যাপে বিপুলসংখ্যক প্রবাসী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় ব্যালট পেপার পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে আপাতত বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।
কমিশন জানিয়েছে, ঠিকানা সংশোধন না করা পর্যন্ত এসব দেশে কোনও ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। তাই প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।
ইসি বলছে, ঠিকানা সংক্রান্ত জটিলতা নিরসন হলেই সংশ্লিষ্ট দেশগুলোতে আবার নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

