শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

শিরোনাম

ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন পুতিন

শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

প্রিন্ট করুন

চলতি বছরেই ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিসেম্বর মাসের ৫ বা ৬ তারিখে রুশ প্রেসিডেন্ট ভারতে আসতে চলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। সেই বৈঠকে আলোচনা হতে পারে দুদেশের বাণিজ্য নিয়ে।

রাশিয়ার তেল কেনার কারণেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত হারে ট্যারিফ বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টিও প্রাধান্য পাবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এই বৈঠককে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের প্রেসিডেন্ট ছাড়াও পুতিনের সঙ্গেও আলাদা করে কথা বলেন নরেন্দ্র মোদি।

এর আগে আগস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই জানা গিয়েছিল যে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তখন তার আসার দিন ঠিক হয়নি। আর এই পরিস্থিতিতেই প্রায় চূড়ান্ত হয়েছে পুতিনের ভারত সফর। সম্ভবত ৫- ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে তিনি এই সফর করবেন বলে জানা গেছে।