রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ড. ইউনুসের সফরঘিরে নিউইয়র্কে আ’লীগের হুঁশিয়ারি, অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. ইউনুসের যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে পক্ষে-বিপক্ষে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কে ড. ইউনুসকে প্রতিহত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতার পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও স্বাগত জানাতে প্রস্তুত ড. ইউনুসকে।

শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে আনন্দ মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। এসময় ড. ইউনুসের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিএনপির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্চা সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

অপরদিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা রূপ নেয় বিক্ষোভের কেন্দ্রে, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ড. মুহাম্মদ ইউনূসের সফরের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সমবেত দলীয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে সমাবেশস্থল।

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনুস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।