মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। তা না হলে দেশটিকে ‘ভয়ংকর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা বিমানঘাঁটিটি ফেরত চাই, তৎক্ষণাৎ চাই। যদি তারা না দেয়, তবে আমি কী করতে যাচ্ছি, তা সবাই শিগগিরই দেখতে পাবে।
এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রথমবার প্রকাশ্যে জানান যে, বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের বিষয়ে কাজ চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা এটি ফেরত আনার চেষ্টা করছি। কারণ, আফগানিস্তান আমাদের কাছে অনেক কিছু চায়।
আফগানিস্তানের বৃহত্তম সামরিক স্থাপনা বাগরাম বিমানঘাঁটি ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে অন্যতম প্রধান ঘাঁটি। তবে এ ঘাঁটিতে আটক ব্যক্তিদের ওপর নিয়মিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ বহুবার ধরে তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
২০২১ সালের জুলাইয়ে ট্রাম্প আলোচিত শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সকল সৈন্য ফিরিয়ে নিলে, পরবর্তীতে দ্রুত তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
ট্রাম্প এর আগে বহুবার বাগরাম হারানোর জন্য হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে এর ভৌগোলিক অবস্থানকে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। একই সঙ্গে আফগানিস্তানে চীনের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করে আসছেন তিনি।
শনিবার সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি আবার সেনা পাঠিয়ে ঘাঁটি দখল করতে পারে, তখন ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমরা সে বিষয়ে এখন কিছু বলছি না। তবে আমরা ঘাঁটিটি ফেরত চাই—এখনই চাই। যদি তারা না দেয়, তাহলে আমি কী করব, তা তারা টের পাবে।