প্রায় ১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী ডলি জহুর। সর্বশেষ ২০১১ সালে তাকে সিনেমায় দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেছেন তিনি।
অবশেষে রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে চলচ্চিত্রে প্রত্যাবর্তন ঘটছে এই অভিজ্ঞ অভিনেত্রীর।
ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর—এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। ডলি জহুর জানান, ‘দম’ ছবির গল্প, লোকেশন এবং পরিচালকের কাজের ধরন তাঁকে নতুন করে সিনেমায় ফিরতে উৎসাহিত করেছে। তিনি বলেন, “রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। তাঁর আগের কাজগুলো দেখলেই সেটা বোঝা যায়।
এই সিনেমাতেও তিনি দারুণভাবে কাজ করছেন। জানা গেছে, ‘দম’ সিনেমায় ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। ছবিতে পুত্রবধূর ভূমিকায় রয়েছেন পূজা চেরী।
শুটিং সেটের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চলনবিলের মাঝখানে খুব সুন্দরভাবে সেট তৈরি করা হয়েছে।
ভালো কাজের জন্য যা দরকার, সবই এখানে আছে। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি ‘পরম্পরা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ডলি জহুর। ইতিমধ্যে সেই ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে।

