নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ‘ফিউশনকেয়ার ফার্মেসি’ মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবার মাধ্যমে কমিউনিটির আস্থা অর্জন করেছে। এখানে পূর্ণাঙ্গ ওষুধ সেবার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুবিধা রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে ফার্মেসিতে ওটিসি ও ইবিটি কার্ড গ্রহণ করা হয়।
স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ফিউশনকেয়ার ফার্মেসিতে বিনামূল্যে রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, ডিএমভি ভিশন টেস্টের সুবিধা রয়েছে। পাশাপাশি হালাল ভিটামিন ও সাপ্লিমেন্টও পাওয়া যায়। গ্রাহকদের জন্য মেট্রো কার্ড, ১০ সেন্টে ফটোকপি, মাত্র ১ ডলারে ফ্যাক্স সার্ভিস এবং সিনিয়রদের জন্য ১০ শতাংশ ছাড় প্রদান করা হয়।
ওষুধের পাশাপাশি এখানে চাল, ডাল, দুধ পাউডার, তেল, বিভিন্ন ফ্রোজেন আইটেম, ইলিশ মাছ, মিষ্টি ও পরোটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়া যায়। জরুরি সেবায়ও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। কোনো গ্রাহক ফার্মেসিতে এসে ওষুধ সংগ্রহ করতে না পারলে বিনামূল্যে ডেলিভারির ব্যবস্থা রয়েছে। গ্রাহকরা ফোনে যোগাযোগ করলে অন-ডিউটিতে থাকা ফার্মাসিস্ট প্রয়োজনীয় পরামর্শ দেন এবং জরুরি ওভার-দ্য-কাউন্টার ওষুধ তাৎক্ষণিক ডেলিভারি করা হয়।
ফার্মেসি টেকনিশিয়ান ফাতেমা জানান, কোনো গ্রাহকের ওষুধ শেষ হয়ে গেলে প্রথমে সংশ্লিষ্ট চিকিৎসক বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তা সম্ভব না হলে জরুরি নম্বর ব্যবহার করে চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়। সব চেষ্টা ব্যর্থ হলে ডোজ মিস এড়াতে কয়েক দিনের জরুরি ওষুধ সরবরাহ করা হয়।

