উত্তর আমেরিকা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মস্থল ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা করা হবে। মায়েরা গর্ভে সন্তান ধারণ করেন, বুকের দুধ পান করান এবং তাদের লালন পালন করেন। ক্ষেত্রবিশেষ তারা পেশাজীবীর ভূমিকাও পালন করেন। এত বাড়তি দায়িত্বের পর আমরাও ৮ ঘন্টা তারাও ৮ ঘন্টা কাজ করা তাদের প্রতি অবিচার।
রোববার (২৬ অক্টোবর) নিউইয়র্কের এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের এমন কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? তারা যদি আদবের সাথে যে কোন কাজে অংশ নেন, সমাজ বাধ্য হবে তাদের তাদের নিরাপত্তা ও ইজ্জত দিতে। মানুষকে যখন সম্মান দেয়া হয়, সে পুরুষ হোক মহিলা কোন তার সমস্ত উজাড় করে এ সম্মানের প্রতিদান দিতে চেষ্টা করে।
এসময় জামায়াতের আমির প্রবাসী বাংলাদেশীদের আগামী নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, যাদের সম্ভব হয় আপনারা ভোট দিতে যাবেন। আর যাদের পক্ষে সম্ভব হয়না তারা এখানে বসে দোয়া করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে অনেকেই অঙ্গ হারিয়েছে। অনেকে কর্মক্ষমতা হারিয়েছে। অসংখ্যা সাধারণ মানুষ শহীদ হয়েছে। শহীদের অধিকাংশের পরিবারের অবস্থা করুন, নুন আনতে তাদের পান্তা পুরোয়। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা পরিবারের কাছে গিয়েছি। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসের সোনালী পাতায় তুলে আনার চেষ্টা করেছি। ১২ খন্ডের শহীদ স্মরণীকা তৈরী হয়েছে। ৪ টি ভাষায় সেটা অনুবাদ করা হয়েছে। আমরা আশা করেছিলাম সরকার এটা করবে, আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছেন, তারা করবে। কেউ যখন এ ব্যাপারে হাত দিলেন না, মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম।
উল্লেখ্য, প্রথমবারের মতো আমেরিকা সফরে আসা জামায়াতে ইসলামীর আমির স্থানীয় সময় গত ২২ অক্টোবর নিউইয়র্ক পৌঁছে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বাফেলোতে ও মিশিগানে পৃথক গণসংবর্ধনায় অংশ নেন তিনি।

