ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের সুর ও নৃত্যে মুগ্ধ হলো নিউইয়র্ক প্রবাসীরা। গত ৬ সেপ্টেম্বর শনিবার শাহ নেওয়াজ গ্রুপের আমন্ত্রণে লং আইল্যান্ডের নাসাউ কলোসিয়ামে আয়োজিত এই কনসার্টে হাজারো দর্শক-শ্রোতার ঢল নামে। তুমুল বৃষ্টির মধ্যেও বিকেল থেকেই অডিটরিয়ামের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। প্রবেশপথে ছিলো কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা। আয়োজক শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ স্বয়ং দাঁড়িয়ে থেকে দর্শকদের প্রবেশে সহায়তা করেন।
আসনভেদে ৬০ ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত টিকিট বিক্রি হলেও চাহিদা ছিলো নির্ধারিত আসনের চেয়ে অনেক বেশি। দর্শকদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে মাত্র সাড়ে পাঁচ হাজার টিকিট বিক্রি করা হয়। ভেতরে ছিলো খাবার ও পানীয়ের ব্যবস্থা এবং প্রায় দুই শতাধিক নিরাপত্তারক্ষী নিয়োজিত ছিলেন।
রাত নয়টায় মঞ্চে উঠে আতিফ আসলাম টানা দুই ঘণ্টা গান পরিবেশন করেন। তিনি শুধু গানই নয়, অডিটরিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে শ্রোতাদের সঙ্গে হাত মেলান, সেলফি তোলেন এবং ভক্তদের আবেগ ভাগাভাগি করেন। বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় প্রবাসীদের উপস্থিতিতে পুরো অডিটরিয়াম উৎসবে পরিণত হয়। তরুণ-তরুণীদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
ফ্লোরিডা থেকে আসা নাদিয়া বকর ‘আই লাভ ইউ আতিফ’ লিখে প্ল্যাকার্ড হাতে নিয়ে মঞ্চে পৌঁছালে শিল্পী তা গ্রহণ করেন এবং ভালোবাসার প্রতিদান দেন। অনেক ভক্তই তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন। অনুষ্ঠান শেষে দর্শকরা একবুক আনন্দ নিয়ে ঘরে ফেরেন এবং আবার আতিফকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক শাহ নেওয়াজ গ্রুপ জানায়, এটি নিউইয়র্কে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের আয়োজনে সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান। খুব শিগগিরই তারা আরও বড় পরিসরে বিশ্বখ্যাত শিল্পীদের নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে গ্র্যান্ড শো আয়োজনের পরিকল্পনা করছে। আতিফ আসলামও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিউইয়র্কে আবার আসার আগ্রহ প্রকাশ করেন।