সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তি উদযাপন

সোমবার, নভেম্বর ৩, ২০২৫

প্রিন্ট করুন

উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্কের কুইন্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী। প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এ সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্যারেস অন দ্য পার্কে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তীর এ উৎসব।

অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উদ্বোধনী বক্তব্য ও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি বলেন, এই দীর্ঘ ৫০ বছরে বাংলাদেশ সোসাইটি প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে যে ভূমিকা রেখেছে, তা আমাদের গর্বের বিষয়। সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ বলেন, নির্বাচিত সেলিম-আলী পরিষদের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল সোসাইটির নিজস্ব আরও একটি ভবন নির্মাণ। সম্প্রতি আমরা ৪.৯ মিলিয়ন ডলারে নতুন ভবন ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গর্বের অর্জন হবে। তিনি ভবন ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে বাংলাদেশ সোসাইটির সাফল্য ও কার্যক্রমে অবদান রাখা সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা সফল তরুণদেরও সম্মাননা জানানো হয়। এসময় সুবর্ণজয়ন্তীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, প্রতিক হাসান ও বাদসা বুলবুল। তাদের সুরের মূর্ছনায় জমে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। এটি নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।