মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

নিউ ইয়র্কে কাজী মারুফের পরিচালনায় অভিনয়ে প্রিসিলা

মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

প্রিন্ট করুন

সামাজিক মাধ্যমে বেশ সরব ফাতেমা নাজনীন প্রিসিলা। উপস্থাপক হিসেবেও তার পরিচয় আছে, পড়াশোনা করছেন সাংবাদিকতা বিষয়ে। নিউ ইয়র্কে বসবাসরত প্রিসিলাকে দেখা যাবে কাজী মারুফের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

মূলত স্বল্পদৈর্ঘটি নির্মিত হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে।

আর এতেই প্রিসিলা অভিনয় করছেন, অভিনয় করেছেন কাজী মারুফ নিজেও। বিষয়টি নিজের ফেসবুক পেইজে জানিয়েছেন প্রিসিলা।

প্রিসিলা বলেন, ‘নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ওপর নির্মিত একটি শর্ট ফিল্মে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অভিনয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু মারুফ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত হাসিমুখে সব কিছু বুঝিয়ে দিয়েছেন।