মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

প্রিন্ট করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। ১৩ জনের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) এবং দুইজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) থাকবেন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার সদর দপ্তরের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পিসি ও এপিসিগণ (৩ জন) অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। অন্যান্য আনসার-ভিডিপি সদস্যরা লাঠিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে প্রতি বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন। প্রায় ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাধারণত নির্বাচনের আগের এক দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এক দিনসহ মোট ৩ দিনের জন্য ভোটকেন্দ্র এবং এর আশেপাশের এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাদের মোতায়েন করা হবে।”

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের চাবি সংশ্লিষ্ট সদস্যদের হাতে হস্তান্তর করেন।