মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

নির্বাচন সুষ্ঠু করতে জামায়াতের ১৮ দফা দাবি ইসিকে

মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

প্রিন্ট করুন

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা দাবি উপস্থাপন করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভা কক্ষে ইসির সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান বহাল রাখার দাবি জানায় তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের ১৮ দফা প্রস্তাবের মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। বর্তমানে যে জাতীয় সনদ ও সংস্কারমূলক কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে, তা নিয়ে জনগণকে জানাতে হবে। জনগণ না জেনে ভোট দিলে গণভোটের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই নভেম্বর মাসই গণভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

তিনি বলেন, ‘ইসি যেন সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে অবগত করে। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা কিছু কেন্দ্রে ভোট বন্ধের আশঙ্কা থাকে, যা গণভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের সমান সুযোগের পরিবেশ তৈরি করার ওপর জোর দিয়েছেন তারা। ইসির পক্ষ থেকেও এসব বিষয়ে ধৈর্যসহকারে আলোচনা হয়েছে।

সিইসি ও কমিশনারবৃন্দ আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, তাঁদের পদক্ষেপ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন। আমরাও সহযোগিতার আশ্বাস দিয়েছি—উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ড অব কো-অপারেশন।