বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

নেপালে সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

নেপালে জেনারেশন জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় তিনি শোক প্রকাশ করে সংলাপের আহ্বান জানিয়েছেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় গুতেরেস লিখেছেন, ‘নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।’

তিনি মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে মানবাধিকার আইন মেনে চলা, সংযম প্রদর্শন ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তার ভাষায়, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে হতে হবে, জীবন ও সম্পদের প্রতি সম্মান রেখে।’

এর আগে জাতিসংঘ নেপাল কার্যালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নেপালি আইন ও আন্তর্জাতিক আইনে সুরক্ষিত মৌলিক অধিকার। সহিংসতা এড়িয়ে চলতে এবং নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়াকে যথাযথ সীমার মধ্যে রাখার আহ্বান জানানো হয়।

সোমবারের প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সহিংসতা আরও তীব্র হয়েছে। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের বাসভবন, দলীয় কার্যালয় ও বহু সরকারি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ছিল ফেডারেল পার্লামেন্ট ভবন, সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের দপ্তর, বিশেষ আদালত, জেলা আদালত, ভূমি রাজস্ব (মালপট) অফিস ও একাধিক থানাও।

সহিংসতা বাড়তে থাকায় নেপালি সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ জারি করেছে এবং বিভিন্ন এলাকায় চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।