সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

পশ্চিম তীরে ট্রাকচালকের হামলায় ২ ইসরাইলি সেনা নিহত

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

পশ্চিম তীর ও জর্ডানের মাঝে অ্যালেনবি সীমান্ত ক্রসিংয়ে বৃহস্পতিবার এক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হামলাকারী ছিলেন এক জর্ডানিয়ান, যিনি গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সাহায্যবাহী ট্রাক চালাচ্ছিলেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওই হামলাকারী জর্ডান থেকে অ্যালেনবি ক্রসিংয়ে পৌঁছান। সেনারা ট্রাক পরিদর্শনের আগেই তিনি একটি পিস্তল বের করে তাদের দিকে গুলি ছোড়েন। পরে অস্ত্র জ্যাম হয়ে গেলে ট্রাক থেকে নেমে দুই সেনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় নিরাপত্তারক্ষীরা গুলি চালিয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে।

নিহত দুই সেনার একজন হলেন— লেফটেন্যান্ট কর্নেল (রিজার্ভ) ইতজাক হারোশ (৬৮)। তিনি জেরুজালেমের বাসিন্দা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রিজার্ভিস্ট।

অপরজন- সার্জেন্ট ওরান হারশকো (২০), তেল মন্ডের বাসিন্দা। তিনি আইডিএফ-এর আন্তর্জাতিক সহযোগিতা ইউনিট টেভেল-এর বিদেশি বাহিনীর সঙ্গে যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে এবং সেনারা এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাদের খুঁজতে এলাকায় অভিযান চালায়। এমনকি কিছু সময়ের জন্য পাশের জেরিহো শহরও ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী ছিলেন একজন জর্ডানের নাগরিক। তারা এই হামলার জন্য জর্ডানের উসকানিমূলক প্রচারণাকে দায়ী করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়—

‘ইসরাইল গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে সহায়তা করে, অথচ সন্ত্রাসীরা একেই ইসরাইলিদের হত্যার কাজে ব্যবহার করছে। জর্ডানের এক নাগরিক, যার গাজায় ট্রাক নিয়ে যাওয়ার কথা ছিল, তিনি অ্যালেনবি সীমান্তে দুই ইসরাইলিকে হত্যা করেছেন। এটি জর্ডানে চলমান ঘৃণামূলক উসকানির ফল, যা হামাসের মিথ্যাচার প্রচারণার প্রতিধ্বনি।’

এদিকে জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি জানান, তারা সীমান্তে ঘটে যাওয়া ঘটনার খোঁজখবর রাখছেন।

পরে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনী ‘ইসরাইলি সেনাদের ওপর গুলির ঘটনা’ নিয়ে তদন্ত শুরু করেছে।

তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জর্ডানের স্বার্থ এবং গাজায় সাহায্য পৌঁছানোর ক্ষমতার পরিপন্থি বলে নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে— তার নাম আব্দ আল-মুতালিব আল-কায়িসি (৫৭)। তিনি মাত্র তিন মাস আগে গাজায় সাহায্য পরিবহণের জন্য ট্রাকচালক হিসেবে কাজ শুরু করেছিলেন।

তবে তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি এবং এখনো এ হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

এদিকে একটি ইসরাইলি নিরাপত্তা সূত্র কেএএএন নিউজ-কে জানিয়েছে, এই হামলার কারণে গাজায় সাহায্য পাঠানো আপাতত ব্যাহত হবে। কারণ অ্যালেনবি সীমান্ত ও সেখান থেকে গাজা সীমান্ত পর্যন্ত রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির COGAT-প্রধান মেজর জেনারেল ঘাসান আলিয়ান ও সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন যে— তদন্ত সম্পন্ন না হওয়া এবং জর্ডানিয়ান চালকদের জন্য নতুন নিরাপত্তা প্রটোকল না হওয়া পর্যন্ত অ্যালেনবি ক্রসিং হয়ে গাজায় সাহায্য পাঠানো বন্ধ রাখা হোক।

তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অন্য রুট দিয়ে গাজায় সাহায্য পৌঁছানো অব্যাহত থাকবে।

এদিকে ইসরাইলি বাহিনী গাজার উত্তরে হামলা বাড়িয়েছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি দক্ষিণে পালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, অ্যালেনবি ব্রিজ ক্রসিং পশ্চিম তীরের একমাত্র সীমান্তপথ, যা দিয়ে সরাসরি জর্ডানে যাওয়া যায়।