শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

শিরোনাম

পশ্চিম তীর দখলে ইসরাইলি পার্লামেন্টে বিল পাস, ১৫ দেশের নিন্দা

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

প্রিন্ট করুন

সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিল প্রথম ধাপে পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট। এক বিবৃতিতে তেল আবিবের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামিক বিশ্বের ১৫টি দেশ।

বিবৃতিতে নিন্দা জানানো দেশগুলো হলো— কাতার, জর্ডানের হাশেমি রাজতন্ত্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, জিবুতি, সৌদি আরব, ওমান, গাম্বিয়া, ফিলিস্তিন রাষ্ট্র, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া,মিশর,নাইজেরিয়া, আরব লীগের সাধারণ সচিবালয় এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

বিবৃতিতে তারা নেসেটের এই দুটি প্রস্তাব অনুমোদনকে ‘‘দখলকৃত পশ্চিম তীর এবং অবৈধ ইসরাইলি উপনিবেশগুলোর ওপর তথাকথিত ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার প্রকাশ্য প্রচেষ্টা’’ হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশনগুলোর (বিশেষ করে ২৩৩৪ নং প্রস্তাব) নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এই রেজোলিউশনে ১৯৬৭ সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে (আল-কুদসসহ) ইসরাইলের গণবিন্যাস, চরিত্র ও অবস্থান পরিবর্তনের সকল পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের(আইসিজে) পরামর্শমূলক অভিমতও উল্লেখ করা হয়েছে। যেখানে, আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব বেআইনি এবং বসতি স্থাপন ও সংযুক্তিকরণের সব পদক্ষেপ অবৈধ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করেছে।

অন্যদিকে, তারা ২০২৫ সালের ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের ফিলিস্তিনি ভূখণ্ড সম্পর্কিত পরামর্শমূলক মতামতকে স্বাগত জানিয়েছে। ওই অভিমতে আদালত পুনরায় নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন অনুযায়ী ইসরাইল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে (গাজাসহ) জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার এবং জাতিসংঘ ও এর সংস্থাগুলোর (বিশেষ করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছাতে সব রকম সহযোগিতা দেওয়ার বাধ্যবাধকতা বহন করে।