যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার আইনগত অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি কমিটির প্রধান আব্বাস গোলরু। রবিবার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি এ মন্তব্য করলেন। তিনি বলেন, “চুক্তির ১০ নম্বর ধারা অনুযায়ী, কোনো দেশ যদি মনে করে যে তার সর্বোচ্চ জাতীয় স্বার্থ ঝুঁকিতে পড়েছে, তাহলে সে চুক্তি থেকে সরে আসতে পারে।”
১৯৭০ সালে এনপিটি চুক্তি অনুমোদন করেছিল ইরান। এই চুক্তি অনুযায়ী, দেশগুলো বেসামরিক পরমাণু শক্তি কাজে লাগাতে পারে। বিনিময়ে তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হয় এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ-র সঙ্গে সহযোগিতা করতে হয়।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালায়। তারা দাবি করে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। যদিও আইএইএ গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছে যে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) শর্ত লঙ্ঘন করছে।

