বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

পূজার আগে হাইড্রা ফেসিয়াল করাতে চান? মানুন কিছু জরুরি নিয়ম

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

প্রিন্ট করুন
হাইড্রা ফেসিয়াল

সাধারণ ফেসিয়ালের তুলনায় হাইড্রা ফেসিয়াল অনেক বেশি কার্যকর। এটি ত্বকের গভীর থেকে ময়লা ও মৃত কোষ দূর করে দেয়। অতিরিক্ত আর্দ্রতা, ধুলোবালি, দূষণ কিংবা নিয়মিত মেকআপের কারণে যে ক্ষতি হয়, তাকে ভিতর থেকে পরিষ্কার করার আধুনিক পদ্ধতিই হলো হাইড্রা ফেশিয়াল। সঠিকভাবে করলে এটি ব্রণ, ফুসকুড়ি, ব্ল্যাকহেডস, দাগছোপসহ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে।

পার্লারগুলোতে এখন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যাদের মুখে ব্রণ-ফুসকুড়ি বেশি বা রোদে ঘুরে ত্বকে কালচে দাগ পড়েছে, তাঁদের কাছে এটি কার্যকর সমাধান হিসেবে ধরা হচ্ছে। তবে যেহেতু এটি যন্ত্রের সাহায্যে করা হয় এবং কয়েকটি ধাপে সম্পন্ন হয়, তাই ফেশিয়ালের আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার।

হাইড্রা ফেসিয়ালের আগে যেসব নিয়ম মানা জরুরি

ত্বকের সমস্যা থাকলে সতর্ক হোন

তৈলাক্ত ত্বক, ব্রণ, ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের ক্ষেত্রে এটি ভালো ফল দেয়। তবে ত্বক যদি অতিসংবেদনশীল হয় অথবা আগে থেকে র‌্যাশ, ডার্মাটাইটিস, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া করবেন না।

কেমিক্যাল প্রসাধনী ব্যবহার করবেন না

ফেশিয়ালের অন্তত ৪৮ ঘণ্টা আগে গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত স্কিন কেয়ার, ভারী কেমিক্যাল ময়েশ্চারাইজার বা মেকআপ এড়িয়ে চলুন।

ওয়াক্সিং করবেন না

রোম তোলার জন্য ওয়াক্সিং বা থ্রেডিং করলে ত্বক বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই হাইড্রা ফেশিয়ালের আগে এটি একেবারেই করা যাবে না।

রোদ এড়িয়ে চলুনফেশিয়ালের অন্তত দু’দিন আগে থেকে সরাসরি রোদে যাওয়া বন্ধ করুন। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

ব্রণর ওষুধ বন্ধ রাখুন

স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জোয়েল পারক্সাইডযুক্ত ব্রণর মলম বা ক্রিম ফেশিয়ালের ৪৮ ঘণ্টা আগে ব্যবহার করবেন না।

লেজার বা বোটক্সের পর অপেক্ষা করুন

লেজার ট্রিটমেন্ট বা বোটক্সের অন্তত ৮ দিন পর হাইড্রা ফেশিয়াল করানো উচিত।

অতিরিক্ত সাবান বা ফেসওয়াশ এড়িয়ে চলুন

ফেশিয়ালের কিছুদিন আগে থেকে বারবার সাবান বা ফেসওয়াশ ব্যবহার কমান। রাতে হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

স্ক্রাব বা রেজার ব্যবহার নয়

ফেশিয়ালের আগে মুখে স্ক্রাবিং করা বা রেজার চালানো একেবারেই এড়িয়ে চলুন।

সঠিক নিয়ম মেনে হাইড্রা ফেশিয়াল করালে ত্বক হবে মসৃণ, উজ্জ্বল ও সতেজ। তবে ত্বকের ইতিহাস এবং সংবেদনশীলতা অনুযায়ী আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়।