মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

শিরোনাম

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

প্রিন্ট করুন

২০২১ সালে ক্ষমতা দখলের পর এই প্রথমবারের মতো ভারতে এক জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে এই কর্মকর্তাকে।

ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও, এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। মূলত ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি।

আফগান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূর ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার দিবাগত রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, উভয় পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

ভারত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, আফগান দূতাবাস নূর আহমদ নূরের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে।

আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তান তাদের বিদেশের মিশনগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যার ধারাবাহিকতায় এই নিয়োগ। এর আগে গত অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছিল।

উল্লেখ্য, বর্তমানে একমাত্র রাশিয়া আফগান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।