বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

প্রথম আলো উত্তর আমেরিকাঃ মানুষে মানুষে বন্ধনের গল্প নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধি: সম্পর্কের বুননে গাঁথা মানব সমাজ ও সভ্যতা একে অন্যের বাড়িয়ে দেয়া হাতে হাত ধরেই এগিয়ে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বিশ্বে এখন মানব সমাজে মানবতাবাদী মানুষের বেশি প্রয়োজন। সবাইকে নিয়ে ভালো থাকা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই মানব সভ্যতার শিক্ষা। সমাজ ও সংযোগের কাজে স্বেচ্ছা নিবেদিত কিছু মানুষ আর সংগঠনকে নিয়ে প্রথম আলো উত্তর আমেরিকা ও হিউম্যান কন্সার্ন ইউএসএ কমিউনিটি সংযোগ অনুষ্ঠান করেছে ১২ ডিসেম্বর শুক্রবার। প্রচণ্ড শীতের হিমঝরা সন্ধ্যায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুধিজনের উপস্থিতিতে টানা চারঘন্টার অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। মানুষ , মানবতা, সময় ও সামাজিকতার দায় নিয়ে আলোকিতজনদের অভিজ্ঞতা বিনিময় ছিল আলোচনার অগ্রভাগে। প্রথম আলো উত্তর আমেরিকা ও হুম্যান কনসার্ন ইউ এস এ কে সবাই এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এ পথ পরিক্রমায় পারস্পরিক সংযোগ বৃদ্দ্বির প্রয়াসকে আরও দৃঢ় করার কাজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কের গুলশান টেরসে সন্ধ্যা সাড়ে পাঁচটায় অধিকাংশ অভ্যাগতরা আসতে শুরু করেন। প্রথম আলো কর্মিরা অথিথিদের স্বাগত জানিয়ে উপহার প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই ইনিডিয়ানা ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ইউএস কংগ্রেসে শিক্ষানবিশ শিক্ষার্থী মালিহা মাহবুব চমৎকার উপস্থাপনায় সম্পাদক ইব্রাহীম চৌধুরীকে মঞ্চে স্বাগত জানান। এরমধ্যেই চারজন কাউন্সিল উওম্যান, সিটি অফিসিয়েলসহ কমিউনিটির অগ্রসজন আসন গ্রহণ করেন। ইব্রাহীম চৌধুরী তাঁর বক্তৃতায় কমিউনিটি সংযোগের এ উদ্যোগ নেয়ার কাজে সহযোগিতা করার জন্য মানবতাবাদী সংগঠন হিউম্যান কন্সার্নকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন , প্রবাসে যারা নীরবে কাজ করে যান, তারা অনেকসময়েই জনসমক্ষে আসতে চান না। তাদের চিহ্নিত করে, সংযোগ সৃষ্টি করে সমাজ ও মানুষের জন্য ভালো করার ক্রমাগত প্রয়াসে প্রথম আলো উত্তর আমেরিকা অবিচল থাকবে।

প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক পত্রিকাটির কমিউনিটি বিনির্মান নিয়ে একটি ভিডিও দেখার আহ্বান জানান। তিনি তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, “আজকের এই কমিউনিটি কানেক্ট অনুষ্ঠানের মাধ্যমেই সবার সাথে হয়তো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে না। কিন্তু আমরা যদি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসুচীতে নিজেদের ক্রমশ সম্পৃক্ত করতে পারি তাহলে এই সংযোগ সফল হয়ে উঠবে।

হিউম্যান কনস্যার্ন কতৃক বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপন্ন মানুষের কাজের উপর একটা সংক্ষিপ্ত ভিডিও দেখানোর পর সংস্থার ইউএসএ চ্যাপ্টারের নির্বাহী প্রধান মাসুম মাহবুব তাঁর বক্তৃতা বলেন, ” আজকের এই সন্ধ্যা সংযোগের—পুনরায় একে অন্যকে জানার, আপনার গল্প শোনার, আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এই অভিযাত্রায় আপনাদের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর। আপনি যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু সহনশীলতা বা অর্থনৈতিক সুযোগ নিয়ে ভাবেন—আপনার সমর্থন শুধু নিউইয়র্ক বা নিউ জার্সিতেই সীমাবদ্ধ থাকবে না। তা পৌঁছাতে পারে বাংলাদেশের পরিবারগুলোর কাছে, বিপন্ন শিশুদের কাছে, সেই তরুণদের কাছে—যারা অপেক্ষায় আছে, দেখা ও সহায়তা পাওয়ার আশায়। “

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহমুদা খান কানাডা থেকে অনুষ্ঠানে যোগদানের জন্য কয়েক ঘনটার জন্য নিউইয়র্কে আসেন। তিনি তাঁর মোহনীয় বক্তৃতায় বিশ্বের বিপন্ন মানুষের জন্য তাঁর সংঠনের কাজ ও প্রয়াসকে তুলে ধরেন। তিনি প্রথম আলো উত্তর আমেরিকাকে এমন সংযোগের কাজে উদ্যোগী হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিখ্যা ফিলান্থ্রপিস্ট সৈয়দ জাকি হোসেন যিনি ঘোষণা দিয়েছেন, মৃত্যুর আগে তাঁর সমস্ত উপার্জন মানুষের কল্যাণে দিয়ে যেতে চান। প্রচারবিমূখ সঈয়ইদ জাকি হোসেন ও তাঁর স্ত্রী রাহাত হোসেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন। জাকি নিজের প্রবাসী হওয়া এবং অর্থ উপর্জনের কষ্টকর অভিযাত্রার গল্প শুনিয়ে বলেন, কিছুই যখন আমরা সঙ্গে নিয়ে যাবো না, মানুষ ও মানবতার জন্য কাজ করে যেতে পারলে মানব জন্ম সার্থক হয়ে উঠে। হল ভর্তি দর্শক দাড়িয়ে তাঁকে সম্মান জানান।

এসময় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনীত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিউয়াদ্দিন আহমেদের একটি বক্তৃতার ভিডিও বার্তা দেখানো হয়। বার্তায় ডাঃ জিয়াউদ্দিন আহমদ বলেন, সংযোগের এ যাত্রাকে সংগঠিত করে আমাদের এগিয়ে যেতে হবে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিলউওম্যান এবং উদীয়মান রাজনৈতিক তারকা শাহানা হানিফ কৈশোর থেকে মানুষের জন্য তাঁর লড়াইয়ের কাহিনী তুলে ধরেন। তিনি বিভিন্ন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর ক্রমগত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোহশনা করেন এবং বলেন নব নির্বাচিত মেয়র জোহরান মামদানীর সাথে কাজ সাধারণ মানুষের অনেক অধিকার আদায় সম্ভব হবে বলে তিন প্রত্যাশা করেন।
নিউজার্সির ফ্রাংকলিন টাউনশীপের ডেপুটি মেয়র শেফে উদ্দিন বলেন, তার জন্ম অ বেড়ে উঠা নিউজার্সির প্যাটার্সন শহরে হলেও একজন বাংলাদেশি হিসেবে নিজের উৎসের সাথে সম্পর্ক রেখেই সবাইকে নিয়ে তিনি কাজ করেন। প্রথম আলো উত্তর আমেরিকার নারী লেখক ও সাংবাদিকদের সাথে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বক্তৃতায় উল্লেখ করেন।

নিউজার্সির ব্রিজওয়াটার টাউনশিপের নব নির্বাচিত কাউন্সিলউওম্যান রিদওয়ানা ইসলা প্রথমবারের মতো বাংলাদেশি কোন উনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তাঁর প্রবাসী হওয়া এবং জনপ্রতিনিধি হওয়ার গল্প বলেন উদ্দীপনাময় কথামালায়। একই শহরের উপর নবনির্বাচিত কাউন্সিলউওম্যান জোয়ান গ্রেগার বাংলাদেশি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি নির্মানের এক আইকনিক নাম নার্গিস আহমেদ। শুরুতেই তাঁকে সম্মাননা জানানো হয় মঞ্চে। নীরবে কাজ করে যাওয়া এ নারীর কর্মপ্রয়াসের গল শুনে আবারও মুগ্ধ হন হল ভর্তি দর্শক শ্রোতা। নার্গিস আহমেদ বলেন, তাঁকে খুঁজে এনে প্রথম আলো এভাবে সম্মানিত করেছে। তিনি ধন্যবাদ জানান আয়োজকদের।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও বক্তৃতা করেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান,লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, জোহরান মামদানি ট্রানজিশন টিমের কাজী ফৌজিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, পরিবেশ সংগঠন ধরার সমন্বয়ক সেলিনা উদ্দিন, নাগরিক সংগঠন বাগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শাহানা মাসুম, নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, এটর্নি মঈন চৌধুরি, টাইম টিভি সিইও আবু তাহের, শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া, প্রবীণ কমিউনিটি নেতা মীর চৌধুরী, ব্যবসায়ী লুবান সিদ্দিকী, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, এসেম্বলি উওম্যান প্রার্থি মেরি জোবাইদা, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, তার সহধর্মিণী আছিয়া আক্তার, ইনি্জনিয়ার ফজলুল হক, সাংবাদিক নাজমুল আহসান, দীপক আচার্য, আবুল কাশেম, নরুল খান, রুদ্র মাসুদ, আবৃত্তিকার এম এ সাদেক, প্রবাসী শেরপুর জেলা সমিতির উপদেষ্টা মামুন রাশেদ, সভাপতি ইনি্জনিয়ার প্রদুস চক্রবর্তী, গ্রি মেকানিক্যাল ইয়াংকার সিইও তোফায়েল চৌধুরি, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আযম,মিরসরাই সমিতি ইউএসএর সাধারণ সম্পাদক আরিফুল হাসান, কার্যনির্বাহী সদস্য কাজী সাইফুল আলম , মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা মজহারুল্লাহ চৌধুরি, মঈনুল হক চৌধুরী হেলাল, মুকুল হক, প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আবুল হাসেম, নিউইয়র্ক লায়ন্সক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, প্রোহেলথ হোমকেয়ার সিইও মামুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি এসএম আলম, নোয়াখালী সোসাইটির সভাপতি এএসএম মাইনুদ্দিন পিন্টু, সালমান গ্রোবাল এক্সপ্রেস সিইও মাসুদ রানা তপন, আসাল ওজন পার্ক উইম‍্যান চেয়ার শাহনাজ হোসাইন, দুবাই প্রবাসী ও রিয়েল স্টেট ব্যবসায়ী ইফতেখার রানা, শিক্ষিকা সালমা ফেরদৌস, ব্যবসায়ী মাকসুদুল চৌধুরী প্রমুখ।

প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের লেখক সাংবাদিক মাহবুব রহমান, এইচ বি রিতা, শেলী জামান খান, রওশন হক, রোকেয়া দীপা, সোহানা নাজনীন, ফরিদা ইয়াসমিন, রুপা খানম, শেমু আফরোজা, কান্তা কবির, রাশিদা আক্তার, ফার্মিস আক্তার, কুলসুম আখতার সুমি, মাহিন আক্তার, এম এইচ পাহলভি, মুকুল হক, আবু সাইদ, শাহানা বেগম, সুমাইয়া চৌধুরী, জাকির হোসেন, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, গীতিকার মাহুফুজুর রহমান, সায়ান সিদ্দীক, সৈয়দ উতবা, এমবি তুষার, সৈয়দ মাসুদুল কবির প্রমুখ।