মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী আগামী ২ নভেম্বর

শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কের টেরেস অন দা পার্কে সুবর্ণজয়ন্তীর এ আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনের শুরুতে ওয়ান ইলেভেনের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বর্তমান কার্যকরী পরিষদ বাংলাদেশ সেন্টার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শেকড়কে আরও দৃঢ় করবে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটি কেবল একটি সংগঠন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। সংগঠনটি করোনা মহামারি থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের দুর্গত মানুষের সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সুবর্ণজয়ন্তী শুধু অতীত উদযাপন নয়, এটি ভবিষ্যতের দিকনির্দেশনা। সুবর্ণজয়ন্তীর মহা-উদযাপন প্রবাসী বাংলাদেশীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ, সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম মিয়া, ডা. হামিদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, আজিমুর রহমান বুরহান, কাজী আজম, আহসান হাবিব, মাহবুব তালকদার, কামরুজ্জামান কামরুল, মফিজুল ইসলাম রুমি, হারুনর রশীদ, শাহ শহিদুল হক, ফারুক হোসেন মজুমদার,ডা. এনামুল হক,নাঈম টুটুল, হাসান জিলানী ও রিজু মোহাম্মেদ।