যুক্তরাষ্ট্রের থেকে একসময় মিলিয়ন ডলারের সয়াবিন কিনত চীন। নানা কারণে সেটি থেমে আছে। এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দায় চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাব্যক্ত করছেন, চার সপ্তাহের মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সেরে বিষয়টির ফয়সালা করবেন।
বাইডেনকে ‘ঘুমন্ত’ আখ্যায়িত করে ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি সাবেক প্রশাসন। চীন বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তা হয়নি, শুধু আলোচনা না হওয়ার জন্য। বুধবার (১ অক্টোরব) ট্রাম্প তাই শিগ্রই বৈঠকের ঘোষণা দিয়ে রেখেছেন।
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের দেশের সয়াবিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীন কেবলমাত্র ‘আলোচনার’ কারণে কিনছে না। আমরা শুল্ক থেকে এত বেশি অর্থ উপার্জন করেছি যে আমরা সেই অর্থের একটি ছোট অংশ কৃষকদের সাহায্যে ব্যবহার করব। আমি কখনোই আমাদের কৃষকদের হতাশ করব না!’
বাইডেন প্রশাসনের ওপর দায় চাপিয়ে ট্রাম্প বলেন, ‘স্লিপি জো বাইডেন আমাদের চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি। যেখানে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের আমাদের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তবে সবকিছু খুব ভালোভাবে মিটে যাবে। আমি আমাদের দেশপ্রেমিকদের ভালোবাসি, আর প্রতিটি কৃষকই সঠিক অর্থে দেশপ্রেমিক! আমি চীনের প্রেসিডেন্ট শি-এর সঙ্গে চার সপ্তাহের মধ্যে বৈঠক করব, এবং সয়াবিন সেখানে প্রধান আলোচ্য বিষয় হবে।’
তবে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। বৈঠকটি ঠিক কোথায় হবে তাও নিশ্চিত হয়নি।