রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

প্রিন্ট করুন

বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।

বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।’বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা লড়াই-সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।

স‌ম্মেল‌নে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বিএন‌পি চেয়ারপার‌স‌নের উপ‌দেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাস‌চিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ ও সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর স‌ম্মেল‌নের দ্বিতীয় অধিবেশ‌নে নেতৃত্ব নির্বাচ‌নে ভোট দেবেন। যা চল‌বে রাত ৮টা পর্যন্ত।