প্রায় দেড় যুগ আগে ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এই দম্পতির সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই নানা সময়ে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা গেছে। যদিও এখনো সুখেই সংসার করছেন আলোচিত এ দম্পতি।
এ প্রসঙ্গে দুজনের কেউই কখনো কথা বলতে আগ্রহও দেখান না। তবে একবার এক অনুষ্ঠানে এ নিয়ে মন্তব্য করেছিলেন ঐশ্বরিয়া। বিয়ের দুই বছর পর ২০০৯ সালে অপরা উইনফ্রের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়া।
সেখানে তাদের বিয়ের বেশকিছু মুহূর্ত তুলে ধরা হয়। জমকালো বিয়ের ঝলক দেখে বেশ অবাক হয়েছিলেন অপরা। অভিষেকের মুখে বিবরণ শুনে তিনি জানতে চান, এত জাঁকজমক অনুষ্ঠান করে বিয়ে করার পর বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়?
উপস্থাপিকার এমন প্রশ্ন শুনে নিজের বিরক্তি আর ধরে রাখতে পারেননি ঐশ্বরিয়া। প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘‘আমরা এই ধরনের ভাবনা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতি। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।’’
উল্লেখ্য, ১৯৯৪ সালের ‘মিস ওয়ার্ল্ড’ জিতে ব্যাপক খ্যাতি লাভ করেন ঐশ্বরিয়া। এরপর মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। গতকাল (১ নভেম্বর) ছিল এই অভিনেত্রীর ৫২তম জন্মদিন। জীবনের পঞ্চাশোর্ধ্বেও এখনো বলিউডে আলো ছড়িয়ে যাচ্ছেন উপমহাদেশের জনপ্রিয় এই তারকা।


