বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

বিভিন্ন জেলায় পানিবন্দি বহু মানুষ, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

প্রিন্ট করুন

গত মঙ্গলবার (৮ জুলাই) থেকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী বিভাগেও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

টানা তিন দিনের ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৭টি স্থানে ভাঙন ধরেছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০ গ্রাম। মঙ্গলবার রাত থেকে আঞ্চলিক সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গোমতী নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে দু’দিন ধরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো।

চট্টগ্রামে টানা ভারি বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বান্দরবানসহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

নোয়াখালীতে গত কয়েক দিনের অতিভারি বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা।

বৃহস্পতিবার ভোর থেকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। মাইজদী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সূত্র: বিবিসি বাংলা