২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান দলের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল ফাতিমা সানার নেতৃত্বাধীন দল। টানা তিন ম্যাচে পরাজয়—বাংলাদেশ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়লেও বৃষ্টির কারণে সেই দুই ম্যাচই পরিত্যক্ত হয়।
সবচেয়ে ভয়াবহ পরাজয় আসে ২১ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হার। শেষ ম্যাচেও ভাগ্য মুখ ফিরিয়ে নেয়—মাত্র ৪.২ ওভারে ১৮ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। একটিও জয় না পেয়ে পাকিস্তান টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানিতে।
এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে আর দায়িত্বে রাখা হবে না।
শনিবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কায় ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পরদিনই বোর্ড জানায়, ওয়াসিমের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। বোর্ড জানিয়েছে, নতুন কোচের সন্ধান ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে মোহাম্মদ ওয়াসিমকে প্রথমবারের মতো পাকিস্তান নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। কিন্তু মাত্র এক বছরের মাথায়ই তার মেয়াদ শেষ হচ্ছে ব্যর্থতার ছাপ রেখেই।

 
          
 প্রিন্ট করুন
                                প্রিন্ট করুন
                             
                     
  
  
 