বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

শিরোনাম

ভারতের নারী ক্রিকেট দলকে জরিমানা করল আইসিসি

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

প্রিন্ট করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় নারী ক্রিকেট দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাধ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত জরিমানা মেনে নিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ভারতকে সময়সীমা ও অন্যান্য হিসাব-নিকাশ করার পর একটি ওভার কম বোলিং করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, ওই ম্যাচে ভারতের ৩৩১ রানের বড় লক্ষ্য তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।