শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

মহেশখালী উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি ইকবাল

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

প্রিন্ট করুন

বাংলাদেশ গণ অধিকার পরিষদরে (জিওপি) অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ওমর ফারুক ইকবালকে সভাপতি ও কায়ছার হামিদ সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে আগামী ৬ মাসের জন্য স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি এম এ মান্নান ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন।

আগামী ৬ (ছয়) মাস মেয়াদে এ কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের স্থানীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটির সভাপতি ওমর ফারুক ইকবাল বলেন, যুব অধিকার পরিষদ হবে সত্যিকারের যুবকদের অধিকার আদায়ের সংগঠন। যারা নেতৃত্বে এসেছেন তারা যুবকদের অধিকার আদায়ে সব সময়ই সচেষ্ট থাকবে। আমরা বিশ্বাস করি যুব অধিকার পরিষদের নতুন নেতৃত্ব যুবকদের অধিকার আদায়ে কাজ করে যাবে। কথায় নয়, কাজের মাধ্যমে তারা প্রমাণ করবে যে সত্যিকারের যুবকদের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ।