জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউইয়র্কের মেয়র বনে গিয়েছেন। ৩৪ বছর বয়সী এই রাজনীতিবিদ শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী মেয়রও আর আসেনি।
ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় পান। তার এই জয়কে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি নেটিজেনরাও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রেন্ডিং’ এই বিষয়টিই।
তবে বাংলাদেশিদের এই মামদানির জয় উদযাপন করার পেছনে তার ‘মুসলিম’ পরিচয়ই বড়, এমনটাই মনে করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তবে তিনি এটাও জানালেন, যদি মামদানি বাংলাদেশি হতেন, তাহলে তার ভিন্ন পরিচয়ই বড় হয়ে উঠত বাংলাদেশি নেটিজেনদের কাছে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জোহরান মামদানিরে বাঙ্গু রাইট উইং ‘মুসলমান’ বলে সেলিব্রেট করতেসে তার একমাত্র কারণ জোহরান বাংলাদেশী না।’
কেন হতো, সেটাও সামনে নিয়ে আসেন তিনি। মামদানির মা মীরা নায়ার একজন ভারতীয় হিন্দু। মামদানি আবার নিজের সমাজতন্ত্রী রাজনীতির বিষয়টি কখনো লুকাননি। তার স্ত্রী রামা দুওয়াজি একজন শিল্পী। এমনকি সমকামীদের পক্ষেও তার অবস্থান দৃঢ়। এ কারণে তিনি বাংলাদেশে ‘শাহবাগী’ বলে পরিচিতি পেতেন বলে জানান তিনি।
মেঘমল্লারের কথা, ‘বাংলাদেশী হইলে এই লোকগুলাই হিন্দু মায়ের সন্তান হওয়া, প্রকাশ্যে সমাজতন্ত্রী হওয়া, ‘অশালীন’ পোশাকে চলাফেরা করা মডেল/শিল্পীরে বিয়ে করা, সমকামীদের অধিকারের পক্ষে স্ট্রং অবস্থান নেওয়া- এর প্রতিটার জন্যই আলাদা আলাদা করে মুসলমানের তালিকা থেকে জোহরানরে সরায়ে শাহবাগী বলে ট্যাগ দিত।’


