ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবারের (১০ জানুয়ারি) এ ফোনালাপে তারা ইরানে চলমান বিক্ষোভ, গাজা ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মার্কিন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বলছে, শনিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তারা ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ, সিরিয়ার পরিস্থিতি এবং গাজায় শান্তি চুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
এতে আরও বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এবং বিক্ষোভকারীদের ওপর নৃশংস ও প্রাণঘাতী দমন-পীড়নের খবরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি ‘গম্ভীরভাবে বিবেচনা’ করছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে।
ট্রাম্পের সামনে বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে তেহরানে সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুর ওপর হামলার আশঙ্কাও রয়েছে।

