বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

সাজেক যাওয়ার পথে গাড়ি খাদে, খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

প্রিন্ট করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র যাওয়ার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে যায়। এতে পিংকি নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের নিকটবর্তী শিজকছড়া হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর থেকে ছেড়ে পর্যটকদের নিয়ে সাজেক পর্যটন কেন্দ্র যাচ্ছিল চাঁদের গাড়িটি। পথে দুপুর দেড়টার দিকে কেন্দ্রের কাছাকাছি গিয়ে সাজেক পাহাড়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দেড়শ ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান। গুরুতর আহত হয়েছেন ১২ জন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

সাজেক থানার ওসি কানন সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই পিংকি নামে একজন মারা গেছেন। গাড়ির পর্যটকরা সবাই খুবির শিক্ষার্থী বলে খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিক আহত সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।