চট্টগ্রামের সাতকানিয়ার ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে কেরানীহাট রাস্তার মাথায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থেকে লোহাগাড়া পর্যন্ত বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল হক্কানি। সঞ্চালনা করেন শিক্ষক নেতা অধ্যাপক মুহাম্মদ আবু তাহের। এতে বক্তব্য দেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম, লোহাগাড়া উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খালেদ জমীল, চন্দনাইশ উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হোসাইন রুমী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য আন্দোলন-সংগ্রাম চললেও এখনও তা পূরণ হয়নি। এ কারণে শিক্ষক-কর্মচারীরা মানবিক সংকটে পড়েছেন। বক্তারা আরও বলেন, এই দুর্মূল্যের বাজারে জীবনযাত্রার ব্যয় মেটানো দিনদিন কঠিন হয়ে পড়ছে। তারা দ্রুত ২০ শতাংশ বাড়িভাড়া, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, অথচ তাদের প্রতি সরকারের অবহেলা দুঃখজনক। আমরা ক্লাসরুমে থাকতে চাই, কিন্তু বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশের আগে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিলও করেন। মিছিলটি সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে শুরু হয়ে বান্দরবান রাস্তার মাথার গোল চত্বরে গিয়ে শেষ হয়। হাজারো শিক্ষক-কর্মচারীর পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।